
বৃষ্টি, বন্যা ও ধসে বিধ্বস্ত ভারতের জলপাইগুড়ির নাগরাকাটার পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত বিজেপির দুই বিধায়ক খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। পাথর মেরে খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে মারা হয়েছে। গাড়ির কাচ ভেঙে দেয়া হয়েছে।
এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাংলা ও ইংরেজিতে লেখা বার্তায় বলেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা— যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।
তিনি আরও বলেন, ‘আমার একান্ত কামনা, এই রকম একটা কঠিন সময়ে সে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ না হয়ে মানুষের পাশে দাঁড়াক। বিজেপির অন্য সকল কার্যকর্তারাও দুর্গতদের সাহায্যে কোনও কমতি রাখবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস।’
এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন।’