
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা কয়েকজন ক্রিকেটার বাদ পড়েন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। এতে বাদ পড়া ক্রিকেটারদের ছাড়াই বিপিএল নিলাম অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
আসন্ন দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে জানিয়েছিল বিসিবি। যা নিয়ে স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। এরই মাঝে বিপিএল নিলামের আগেরদিন তালিকা থেকে বাদ পড়েন ৯ ক্রিকেটার।
রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে বাদ পড়া ক্রিকেটাররা অন্তর্ভুক্তির জন্য হাইকোর্টে রিট করেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও রাজিউদ্দীন আহমেদের হাইকোর্ট বেঞ্চ।
বাদ পড়াদের তালিকায় রয়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটার। বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।