
বাস দুর্ঘটনার শিকার হয়েছেন ওপার বাংলার ‘একেন বাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আজ সকালে কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারী যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো আঘাত লাগেনি, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৬ ডিসেম্বর) সকালে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনিবার্ণ। এতে তার গাড়ির ক্ষতি হয়, কাচ ভেঙে যায়।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, টালিগঞ্জ ব্রিজের নিচে ঘটেছে ঘটনাটা। আচমকাই একটি গাড়ি চলে আসে আমার গাড়ির সামনে। ওই গাড়িকে বাঁচাতে গিয়ে আমাদের গাড়ি অন্যদিকে মোড় নিলে বাসের সঙ্গে ধাক্কা লাগে।
অনিবার্ণ আরও বলেন, দুর্ঘটনায় আমি ঠিক আছি। গাড়ির চালকও ঠিক আছেন। তবে গাড়ির যা ক্ষতি হয়েছে, তা রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই। বাসের চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
এ ঘটনায় টালিগঞ্জ থানা ও পরে চারুমার্কেট থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর শুরু হয়েছে পুলিশি তদন্ত।