
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বাবা শক্তি কাপুরকে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে যাওয়ার সময় ক্যামেরার সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ সময় পাপারাজ্জিদের নজরে আসেন অভিনেত্রী, শ্রদ্ধাও বুঝতে পারেন- তাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। কিন্তু তার আগেই থামিয়ে দিলেন; হাতের ইশারায় নিষেধ করলেন।
এদিন দুপুরে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে নিয়ে শ্রদ্ধা কাপুর যখন হাসপাতালের সামনে পৌঁছান, তখন তাদের দুজনের মুখেই মাস্ক ছিল। প্রিয় তারকাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। এ সময় শ্রদ্ধাকে কিছুটা বিরক্ত দেখায়; পরে সতর্ক করে, বিনয়ের সঙ্গে হাত দেখিয়েই তাদের বাধা দিতে হয় অভিনেত্রীকে।
শক্তি কাপুরের হঠাৎ হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হলেও পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে জানা গেছে, কোনো গুরুতর অসুস্থতা নয় বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (রুটিন চেকআপ) জন্যই তারা হাসপাতালে গিয়েছিলেন।
দীর্ঘদিন পর জনসমক্ষে আসা শ্রদ্ধা কাপুরকে নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। গত নভেম্বর মাসে ‘ইথা’ সিনেমার শুটিংয়ের সময় বাঁ পায়ের পাতায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোটের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।