
এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা দেরিতে শুরু হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরিমনার মুখে পড়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাফুফেকে ১,২৫০ ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।
এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি ১৭ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারায়। ম্যাচের প্রথমার্ধ আনন্দময় হলেও দ্বিতীয়ার্ধ সময়মতো মাঠে শুরু না হওয়ায় জরিমানার বিষয়টি সৃষ্টি হয়।
একই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ১,০০০ ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে পূর্বে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দুই মিনিট বিলম্ব হওয়ার কারণে ১,৫০০ ডলার জরিমানা আরোপিত হয়েছিল। এই দুইবারের অপরাধের কারণে বাংলাদেশের মোট জরিমানার অঙ্ক বেশি ধরা হয়েছে।
এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ দুই ফেডারেশনকে পরিশোধ করতে হবে। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘সি’-তে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ তিন নম্বরে অবস্থান করছে।