
সময়টা ভালো যাচ্ছে না ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। একটা সময় ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের এক নম্বর ব্যাটার ছিলেন। সেই তিনি এখন র্যাংকিংয়ের ১০ নম্বরে। চলতি বছরে ১৯ ইনিংসে ১২৩.২ স্ট্রাইক রেটে মাত্র ২১৮ রান করেছেন সূর্য।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এত খারাপ পারফরম্যান্স করেননি সূর্য। শুধুমাত্র অধিনায়ক বলেই দলে রয়েছেন তিনি। তা না হলে অনেক আগেই টিম থেকে নির্বাচকরা তাকে বাদ দিতেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই সূর্যকুমারের শেষ অ্যাসাইনমেন্ট! যদি ভালো না করতে পারেন তাহলে দল থেকে বাদ পড়তে পারেন এই মারকুটে ব্যাটার।
এমন অবস্থায় সূর্যকে ফর্মে ফেরার টোটকা দিয়েছেন ভারতের স্বনামধন্য জ্যোতিষী সঞ্জয় বি জুমানি। তার মতে, সংখ্যাতত্বের মহাগেরোয় ফেঁসেছেন সূর্য। গ্রহের ফেরেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না সূর্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যোতিষী সঞ্জয় বি জুমানি লিখেছেন, ‘টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফর্মে নেই। এমনকী তার পরিসংখ্যানও তা বলছে। ড্যাশিং ব্যাটারের জন্মতারিখের ডাবল নম্বর ৫ (১৪ সেপ্টেম্বর ১৯৯০) মঙ্গলের জন্য শুভ নয় সূর্যকুমারের এটা বুঝেই নিজের জার্সি নম্বর পরিবর্তন করা উচিত।’
তিনি আরও লিখেছেন, ‘তার (সূর্যকুমারের) জার্সি নম্বর ৬৩ (আবারও যা ৯!)। কেউ কেউ যুক্তি দিতে পারেন যে বিরাট কোহলিও ৫ সংখ্যার জাতক, কিন্তু তার জার্সি নম্বর ১৮ বা ৯, কিন্তু তিনি বৃশ্চিক রাশির জাতক, যার অধিপতি ৯, অর্থাৎ মঙ্গল। তাই ৯ সংখ্যাটি তার জন্য সৌভাগ্যের। জার্সিতে নাম ও নম্বর মিলিয়ে, বিরাট এবং ১৮ যোগ করলে আমরা ৩২ বা ৫ পাই! অন্যদিকে সূর্য এবং ৬৩ যোগ করলে আমরা ১৩ পাই! সূর্যকে আমার পরামর্শ-সূর্য ২৪ নম্বর জার্সি পরুক।’