
এশিয়া কাপে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় শ্রীলঙ্কা। সেই জয়েই সুপার ফোর নিশ্চিত হয় লঙ্কানদের। এমন জয়ের পর দলের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ঠিক তখনই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক খবরটি পান তিনি। ভেল্লালাগেকে জানিয়ে দেওয়া হয় তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে আর বেঁচে নেই।
বাবাকে শেষবারের মতো দেখতে এশিয়া কাপের মাঝ পথেই শ্রীলঙ্কায় যান ভেল্লালাগে। বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই লঙ্কান অলরাউন্ডার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে।

ভেল্লালাগের সঙ্গে আছেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। লঙ্কান বোর্ড জানিয়েছে, একাদশে সুযোগ পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন ভেল্লালাগে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ভেল্লালাগের পারফরম্যান্স ছিল ভীষণ খরুচে। ৪৯ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবী তার করা বলেই হাঁকিয়েছেন টানা পাঁচটি ছক্কা।
ভেল্লালাগের বাবার মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত হয়ে যান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সমবেদনা। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদও শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন।