
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন চার কর্মকর্তা। অতিরিক্ত পরিচালক থেকে পদোন্নতির পর তাদের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারির পর এরই মধ্যে তারা নতুন পদে যোগদান করেছেন।
পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে– মাহমুদুন নবী অতিরিক্ত পরিচালক হিসেবে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে, মোহাম্মদ রোকনুজ্জামান সচিব বিভাগে এবং ফিরোজ মাহমুদ ইসলাম মানব সম্পদ উন্নয়ন বিভাগ–১ এর অতিরিক্ত পরিচালক ছিলেন। এসব কর্মকর্তাদের সবাই ২০০৩ সালে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে কাজ করেছেন।
এদের মধ্যে মাহমুদুন নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০০১ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের বিশেষ ভূমিকা রাখেন। তার অন্যতম কাজের মধ্যে রয়েছে– বহিঃনিরীক্ষার বিধিমালা প্রণয়ন, ইনভয়েস ফাইন্যান্সিং বা ডিসকাউন্টিং, বেসরকারি খাতের জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ প্রাপ্তি উদারীকরণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এফএবি আমদানি উৎসাহিতকরণ।