
বাংলাদেশের জন্য আতঙ্কের নাম আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এই বোলারকে খেলতে বেশ ভুগতে হয়ে টাইগার ব্যাটারকে। শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতেও দেখা গেল সেই চিত্র। একাই ৫ উইকেট শিকার করেন রশিদ। এতে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটারদের এমন রশিদ আতঙ্ককে বড় সমস্যা হিসেবে দেখছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানি এই কিংবদন্তি বলেন, ‘এটা আমার পর্যবেক্ষণ– তারা (ব্যাটাররা) রশিদকে খেলছে, বল নয়। সে খুব বেশি বল স্পিন করায় না, কিন্তু তার অনেক ভ্যালু আছে। সে খুব অভিজ্ঞ এবং একজন ভালো উইকেটশিকারি। সে চ্যালেঞ্জ করে, কারণ তার লাইন-লেন্থ খুব ধারাবাহিক।’
মুশতাক আহমেদ আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের কখনও কখনও বল খেলতে হবে, বোলারকে নয়। এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পারমেন্ট এবং যদি আপনার টেম্পারমেন্ট থাকে, আপনি যেকোনো বোলারের বিপক্ষে খেলতে পারবেন।’
রশিদ খানের প্রশংসা করে তিনি বলেন, ‘রশিদকে অভিনন্দন। সে আফগানিস্তানের হয়ে বহু বছর ধরে খুব সফল। কিন্তু একই সময়ে, একটি বাংলাদেশি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের জানা উচিত কিভাবে বল খেলতে হয়, বোলারকে নয়।’