
মোস্তাফিজ-ইস্যুতে সরগরম ভারত-বাংলাদেশের ক্রিকেটঅঙ্গন। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে এবার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে জানায়, ‘ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ’ এবং ‘বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায়’ তারা টুর্নামেন্টে অংশ নিতে জাতীয় দলকে ভারতে পাঠাবে না। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করে ক্রিকেট বোর্ড।
বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, ভারত সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত, কিন্তু আসা না-আসাটা বাংলাদেশের সিদ্ধান্ত।
বার্তা সংস্থা এএনআইকে হরভজন সিং বলেন, ‘গত কয়েক দিনের ঘটনায় বাংলাদেশ ভারতে আসতে চাইছে না। বাংলাদেশে যা হয়েছে, তা ঠিক নয়। আইসিসি এখন তাদের অনুরোধের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটাই দেখার বিষয়। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা আসবে কি না-সেটা তাদের নিজেদের ভাবতে হবে।’