
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।
আগামী বছর আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া। এখনো ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব পোর্টাল (ক্রিকেট.কম.এইউ) জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের একটি টেস্ট হতে পারে ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফে।
ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফে স্টেডিয়ামের সংস্কারে ২ কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। এখন গ্যালারিতে যুক্ত হয়েছে ১০ হাজার আসন, আধুনিক সম্প্রচার সুবিধা ও উচ্চমানের প্রশিক্ষণের জায়গা।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ মাত্র একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে। ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।