
টস হেরে বোলিংয়ে করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ৩ ওভারে পাওয়েল আর শাই হোপের তান্ডবে ৫১ রান তোলে ক্যারিবীয়রা। আর এতেই প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেট হারিঢে ১৬৫ রান তোলেন তারা।
মিরপুরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস প্রথম তিন ওভারে বোলিংয়ের দায়িত্ব দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, পেসার তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে। পাওয়ার প্লেতে খুব সাবধানে খেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অ্যালিক অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিং। মাত্র ৩৫ রান তুলতে পেরেছিলেন তারা। এরেপরেই হাত খুলেন তারা।
নবম ওভারে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেইন। ২৭ বলে ৩৪ রান করা অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করেন তিনি। এরপর ১৩ তম ওভারে এসে প্রথম ২ বলে ব্র্যান্ডন কিং আর রাদারফোর্ডকে আউট করে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেন তাসকিন। ব্র্যান্ডন কিং ৩৬ বলে ৩৪ রান করলেও রাদারফোর্ড আউট হন প্রথম বলে। এই ৩ টি উইকেটই নিতে পারে টাইগাররা।
এরপর দলের হাল ধরেন রভম্যান পাওয়েল আর শাই হোপ। শেষ পর্যন্ত ২৮ বলে ৪৬ রান করেন শাই হোপ আর পাওয়েল ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। তারা ২ জনই ১ টি করে চার আর ৪টি করে ছক্কা হাকান। আর এতেই টাইগারদের বিরুদ্ধে ১৬৫ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।