
আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫১ রান তুলেছে। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য ১৫২ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। মাত্র ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ওপেনার জাদরান করেন ১৫, আরেক ওপেনার অটলের ব্যাট থেকে আসে ১০ রান। ডারউইশ রান না করেই রানআউট হন গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে।
গুরবাজ কিছুটা প্রতিরোধ গড়লেও ৪০ রানে থামেন, রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন সাকিবের বলে। এরপর আজমতউল্লাহ ও ওমরজাই কিছুটা গতি আনেন ইনিংসে। ওমরজাই করেন ১৮ রান। রিশাদ তুলে নেন ওমরজাই ও ইশাকের উইকেট।
তবে মোহাম্মদ নবি দলকে তুলনামূলক ভালো সংগ্রহ এনে দেন। ১৮তম ওভারে তাসকিন আহমেদকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ঝড় তোলেন, যদিও পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তিনি করেন ২৫ বলে ৩৮ রান। শেষদিকে শরাফুদ্দিন আশরাফের ১১ বলে ১৬ রানে ভর করে আফগানিস্তান পেরিয়ে যায় দেড়শ।
বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, নিয়েছেন 3 উইকেট। তানজিম, সাকিব ও মোস্তাফিজও ছিলেন কার্যকর।
এখন বাংলাদেশের সামনে ১৫২ রানের লক্ষ্য—একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আভাস।