
গতবছরের জুনে পুত্রসন্তানের পিতা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি, বলা যায় মহাসুখে সংসার করছেন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে। ডিসেম্বরেই সেরেছেন ছেলে নিষাদের মুখেভাত। সেখানে দেখা মিলেছিল একঝাঁক সিনে তারকার।
তবে এই সুখের সময়টার আগে পরমব্রতকে পার হতে হয়েছে বেশ কঠিন একটা পথ। বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন কলকাতার এই হার্টথ্রব।
পিয়া চক্রবর্তী ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী, আর গায়ক ছিলেন পরমব্রতের বন্ধু। তাই সমালোচনা ওঠে, ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ করেছেন অভিনেতা; করেছেন পরকীয়া- ওঠে এমন জল্পনা। আর সব মিলিতে সে সময় তুমুল বিতর্কে পড়েন পরমব্রত, করা হয় অভিনেতাকে নিয়ে কটাক্ষ-সমালোচনা।
দীর্ঘদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন অভিনেতা। এবার সেই সমালোচনার জবাব দিলেন পরমব্রত। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হন এই অভিনেতা। ক্যারিয়ার নিয়ে নানাবিধ কথার মাঝে উঠে আসে তার ব্যক্তিজীবন প্রসঙ্গও। সেখানে ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।
সেই পডকাস্টে অংশ নিয়ে পরমব্রত জানালেন, বিয়ের পর সামাজিক মাধ্যমে তাকে এবং পিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা তাকে বেশ হতবাক করে দিয়েছিল। বলেন, ‘আমি বিয়ের সময় এই গণ্ডারের চামড়াটা তৈরি করেছি। আমি দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে কী মনে করি, অর্থাৎ সমাজ, রাজনীতি নিয়ে আমার কী ধারণা তা শেয়ার করে কাজ নেই। কারণ আমি কোনো দেশ বদলাতে যাচ্ছি না। যেটা আমার কাজ আমি সেই মতামত আমার নিজের কাছে রাখি। আর যদি তা নিয়ে লিখি, তাহলে কমেন্ট অফ করে দেব আর দেখবই না।’
অভিনেতা আরও বলেন, ‘বিয়ের পর যখন দেখলাম, একটা বীভৎস কাণ্ড শুরু হল! তখন কিছুদিনের জন্য ওই সব আমার ওপর প্রভাব ফেলেছিল, মোটামুটি ৪-৫ দিনের জন্য। মানুষ যে ধরনের কথা লেখে বা লিখতে পারে, একটি পাবলিক ফোরামে সেই ন্যায় বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি। ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল। আমাকে বলেছে বলে নয়, কিন্তু এই কথাগুলো লেখা যায়? এখানে নেমেছে? এতটা? কিন্তু নেমেছে, আমি কী করব? আমার কিছু করার নেই। তখন থেকে গণ্ডারের চামড়া তৈরি করি।’
২০১৫ সালে গায়ক অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়েছিল। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ গুঞ্জনের পর ২০২৩ সালের নভেম্বরে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এরপর অনুপমও ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে। তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।