
তর্ক সাপেক্ষে ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের ছেলে লুকা জিদান সিদ্ধান্ত নিয়েছেন আলজেরিয়ার হয়ে খেলার।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকাকে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডার হয়ে খেলেন লুকা।
লুকার জন্ম ফ্রান্সের মার্শেইয়ে। তবে আলজেরিয়ার নাগরিকত্বও আছে তার। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার খুব কাছে রয়েছে আলজেরিয়া। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান তাদের। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে দুইয়ে থাকা উগান্ডা পেয়েছে ১৫ পয়েন্ট।