
ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসিনাথি ইমানুয়েল নাথি মথেথওয়ারের রহস্যজনক মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি হোটেলের নিচে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ সময় তার স্ত্রীর উদ্দেশ্যে লিখে যাওয়া একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফরাসি প্রসিকিউটর দপ্তর থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রসিকিউটর দপ্তরের তথ্য অনুযায়ী, প্যারিসে হায়াত রিজেন্সি হোটেলের ২২ তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন মথেথওয়া। ওই হোটেলের নিচে মথেথওয়ার মরদেহ পাওয়া যায়। মথেথওয়া যে কক্ষ ভাড়া নিয়েছিলেন সেটির জানালা সুরক্ষিত হলেও জোর করে খোলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। একটি কাঁচির সাহায্যে জানালাটি খোলা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। মথেথওয়ার মৃত্যুর জন্য হায়াত রিজেন্সি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, মথেথওয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
এর আগের দিন রাষ্ট্রদূতের স্ত্রী পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। তিনি জানান, মথেথওয়া তাকে একটি ‘উদ্বেগজনক বার্তা’ পাঠিয়েছিলেন, এর পর থেকে তার খোঁজ মিলছিল না।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাষ্ট্রদূতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তার মৃত্যু শুধু জাতীয় ক্ষতিই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মথেথওয়া ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি মন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।