
স্পটিফাই ক্যাম্প ন্যুতে আইনট্রা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের তাণ্ডবে ক্ষুব্ধ বার্সেলোনা। ঘটনার পর উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে ক্লাবটি। যেখানে স্টেডিয়ামের ভেতরে জার্মান সমর্থকদের দ্বারা সংঘটিত ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছে বার্সেলোনা।
ম্যাচ শেষে ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের জন্য বরাদ্দ অংশটি পরিদর্শন করে স্তম্ভিত হয় বার্সা কর্তৃপক্ষ। দেখা যায়, দর্শকসীমা ঘেরা লোহার ব্যারিকেডগুলো ভেঙে ফেলা হয়েছে। পুরো সারি জুড়ে আসন ছিঁড়ে ফেলা। দেওয়ালে ফ্রাঙ্কফুর্ট ক্লাবের স্টিকার লাগানো। এমনকি দর্শকদের জন্য নির্দিষ্ট বাথরুম পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা জানান, অন্তত সাতটি ফ্লেয়ার জ্বালানো হয়েছিল অতিথি গ্যালারিতে।
পাশাপাশি নিচের স্তরে বসা বার্সেলোনার শেয়ারহোল্ডারদের দিকে বিয়ার ভর্তি গ্লাস নিক্ষেপ করা হয়। এই ঘটনাকে ক্লাব কর্তৃপক্ষ ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’ বলে বর্ণনা করেছে। এরপর ক্ষতিগ্রস্ত অংশের প্রতিটি খুঁটিনাটি নথিভুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে বার্সেলোনা। সেই প্রতিবেদন সরাসরি উয়েফার শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
কাতালান ক্লাবটির দাবি, এমন নৃশংস আচরণের জবাবে ‘উদাহরণযোগ্য’ ব্যবস্থা নেওয়া জরুরি। তারা চান ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের ভবিষ্যৎ ইউরোপীয় সফরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হোক। যেমনটি অতীতে বার্সেলোনা সমর্থকদের ক্ষেত্রেও হয়েছে। বর্তমানে রিপোর্টটি পর্যালোচনা করছে উয়েফা। শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণার আগে উভয় পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবে তারা।