
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।’
এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে ক্রীড়াজগতের সবচেয়ে বড় প্রতীক হিসেবে স্বীকৃত, আর কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশকে কোকা-কোলার সঙ্গে আমাদের অংশীদারত্ব ভক্তদের একত্র করেছে এবং এই ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বকাপের জাদু তাদের কাছে পৌঁছে দিয়েছে।’
ফুটবলপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে একটি ইন্টার্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা মূল ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার এবং ট্রফির সঙ্গে স্মরণীয় ছবি তোলার সুযোগ পেতে পারেন।
অংশ নিতে হলে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারা কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে প্রবেশ করবেন, যেখানে বোতলের ঢাকনার নিচে থাকা ইউনিক কোড শেয়ার করতে হবে এবং ফিফা-থিমের একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।
প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা হবেন বিজয়ী এবং সঙ্গে সঙ্গে ট্রফি দেখার টিকিট আনলক করতে পারবেন। এই অফার কার্যকর থাকবে ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। একজন ভোক্তা প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জিততে পারবেন।
কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর স্থানীয় সম্প্রদায়ে ইতিবাচক প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।