
ফুটবলে মোহামেডান ও আবাহনী দুই রকম লড়াই করছে। আবাহনী মাঠে টিকে থাকার লড়াই করছে। আর মোহামেডান অর্থ সংকট কাটিয়ে ওঠার লড়াই করছে। ৫ আগস্ট সরকার পতনের পর আবাহনী বেঁচে থাকার লড়াই করছে। নানা সংকটের পর আবাহনী ফুটবল মাঠে থাকার জন্য লড়াই করছে।
৫ আগস্ট ক্লাব থেকে সব কিছু চুরি হয়ে গেছে। ট্রফি শীল্ডসহ যত পুরস্কার ছিল সেই সব স্মৃতিঘেরা সাফল্যের যত স্মারক লুট হয়ে গেছে। এমনকি টয়েলট থেকে কমোড খুলেও নিয়ে গেছে একশ্রেণী। প্রতিকূল পরিস্থিতিতে আবাহনী ফুটবল দল গড়বে না এমন একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু সেখান থেকে সরে এসে দেশের ফুটবলের কথা, সমর্থকদের কথা ভেবে ভঙ্গুর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ফুটবল দল গড়েছিল। সেই দলটা এখন মাঠের লড়াইয়ে টিকে থাকার জন্য কাজ করছে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহামেডান জেগে ওঠার কথা। দুই যুগ পর লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান এখনও ধুকছে। লিগ চ্যাম্পিয়ণ হওয়ার পর মোহামেডান আরও বীরদর্পে এগিয়ে যাওয়ার কথা। সেটি তো হয়নি, আরও বাজে পরিস্থিতি হয়েছে। মোহামেডান ৩-২ গোলে আবাহনীকে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে। এই জয়ে ক্লাব কর্মকর্তাদের জড়ো হওয়ার কথা। তাতেও কিছুই হয়নি।
মোহামেডান ফুটবলাররা মনে করেছিলেন আবাহনীকে হারিয়ে কুমিল্লা থেকে ক্লাবে ফিরে দেখবেন কর্মকর্তারা অভিনন্দন জানাতে আসবেন। ক্লাবে গিয়ে দেখেন অন্ধকার, নিরব, কেউ আসেননি। খাবার খেয়ে ফুটবলাররা ঘুমিয়ে গেছেন। পরদিনও কেউ আসেননি। খেলোয়াড়রা বেতন পান না, তাদের চুক্তির টাকা পেতে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবকে পাচ্ছেন টাকা পাচ্ছেন না। কোচ আলফাজ আহমেদ চার মাসের বেতন পাচ্ছেন না। ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর ও নাকি টাকার প্রশ্নে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আগামীকাল মানিকগঞ্জে মোহামেডানের খেলা ফকিরেরপুলের বিপক্ষে।
আজকের খেলা: আবাহনী-পুলিশ। ২টা ৩০, কুমিল্লা। আরামবাগ-ফর্টিস। ২টা ৩০, মানিকগঞ্জ।