
অন্যান্য দিনের মতো ব্যস্ত রেস্তোরাঁয় হাঁড়িতে স্যুপ ফুটছে, অধীর অপেক্ষায় ভোজনরসিকরা। একটু পরেই সব টেবিলে পরিবেশন করা হবে গরম গরম স্যুপ। এমন সময়, নেশায় বুঁদ হয়ে দুই কিশোর ঘটিয়ে বসে এক ন্যাক্কারজনক কাণ্ড, গোপনে গিয়ে তারা প্রস্রাব করে দেয় এক এক হাঁড়ি স্যুপে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে এমন ঘটনা ঘটে চীনের সবচেয়ে বড় হটপট চেইন হাইদিলাওয়ের সাংহাই শাখায়। এদিকে, স্যুপের হাঁড়িতে প্রস্রাব করেই ক্ষান্ত হয়নি ১৭ বছর বয়সী ওই দুই কিশোর। তারা নিজেদের এই ‘ঘৃণিত কীর্তি’ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই সয়লাব হয়ে যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা।
এই ঘটনার দায়ে ওই দুই কিশোরকে তিন লাখ ৯ হাজার ইউএস ডলার (প্রায় ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার ১৮১ টাকা) ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিয়েছে দেশটির আদালত। বিবিসি জানিয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) আদালত চীনের দুটি ক্যাটারিং কোম্পানিকে ওই অর্থ জরিমানা হিসেবে দিতে দুই কিশোরকে নির্দেশ দিয়েছে।
তবে সেদিন ওই স্যুপ কেউ খেয়েছিল কি না, তা নিশ্চিত করে জানা যায়নি। এরপরও ঘটনার পরবর্তী কয়েক দিনে ওই রেস্তোরাঁয় খেতে যাওয়া ৪ হাজারের বেশি গ্রাহককে তাদের বিল ফেরত দেয়াসহ ক্ষতিপূরণ হিসেবে ১০ গুণ অতিরিক্ত অর্থ দেয়ার প্রস্তাব দেয় হাইদিলাও।
গত মার্চে হাইদিলাও দুই কোটি ৩০ লাখ ইউয়ানের বেশি ক্ষতিপূরণের দাবি করে আদালতে মামলা করে। মামলায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছিল, এ অর্থের মধ্যে গ্রাহকদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া অর্থও ধরা হয়েছে। মামলার রায়ে সাংহাই আদালত জানিয়েছে, ওই দুই কিশোর ‘অপমানজনক কাজের’ মাধ্যমে কোম্পানির সম্পত্তি ও সুনাম ক্ষুণ্ন করেছে। এ ছাড়া এই ঘটনা ‘জনগণের মধ্যে প্রবল অস্বস্তির সৃষ্টি করেছে’।