
ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা’ আঘাত হেনেছে। দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ঝড়ের সতর্কতা জারি করার পর সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির কাগায়ান প্রদেশে এটি আঘাত হানে।
প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ফিলিপাইনের দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থাকে পূর্ণ সতর্কতা অবলম্বন এবং সব সরকারি সংস্থাকে একত্রিত করার নির্দেশ দিয়েছেন।
কাগায়ান প্রদেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২১৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৯৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর ফলে ঝড়ো জলোচ্ছ্বাসের ঝুঁকি বেড়েছে, যার উচ্চতা ৯ ফুট ছাড়িয়ে যেতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বাবুইয়ান দ্বীপপুঞ্জে উচ্চ-স্তরের ঝড়ের সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বাসিন্দাদের উপকূলীয় এলাকা এবং নদীর তীর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগ সংস্থাগুলোর শেয়ার করা ভিডিও ক্লিপগুলোতে দেখা গেছে, উত্তর কাগায়ান প্রদেশটিতে প্রচণ্ড বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলে তীব্র ঢেউ উঠেছে এবং গাছপালা প্রচণ্ডভাবে দুলছে।
বাইরের বৃষ্টিপাতের কারণে মেট্রো ম্যানিলা এবং লুজন শহরের বিশাল অংশজুড়ে সরকার ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে। বিদ্যুৎ বিভ্রাট, ভূমিধস, বন্যা এবং বিপজ্জনক সমুদ্রের সতর্কতা জারি করা হয়েছে। বিমান সংস্থাগুলো প্রায় অর্ধশত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।
এদিকে, ‘রাগাসা’ সরাসরি তাইওয়ানে আঘাত না হাললেও দ্বীপের জনবহুল পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাইওয়ান স্থল ও সমুদ্র সতর্কতা জারি করেছে, ১৪৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং পাহাড়ি দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে ৯০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।
ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বাহিনীকে ‘ঝড় পর্যবেক্ষণ এবং এই সপ্তাহের শেষের দিকে সম্ভাব্য স্থলভাগে আঘাত হানার প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছে।
এছাড়া মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে চীনা কর্তৃপক্ষ দক্ষিণের বেশ কয়েকটি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় করেছে।
হংকং জানিয়েছে, তাদের বিমানবন্দর খোলা থাকবে, তবে কার্যক্রম কমিয়ে আনা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের পরিষেবা প্রদানকারী পরিচালক ইয়ুং তাত-উইং বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং বুধবার বেশিরভাগ বিমান চলাচল প্রভাবিত হবে। ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, তারা প্রায় ৫০০টি বিমান বাতিল করবে।
সোমবার সকাল থেকেই হংকংয়ের বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, সুপারমার্কেটগুলোতে লম্বা লাইন তৈরি হয়েছে। বাজারে শাকসবজি স্বাভাবিকের তিনগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।