
চোট–শঙ্কার মাঝেও স্বস্তির খবর পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইনজুরির কারণে অ্যাশেজে সীমিত বা কোনো ম্যাচই খেলতে না পারা প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড—এই তিনজনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেই আশাবাদ থেকেই তাদের রাখা হয়েছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে।
অ্যাশেজের তৃতীয় টেস্টে পিঠের চোট কাটিয়ে ফিরে অ্যাডিলেড টেস্ট খেলেছিলেন প্যাট কামিন্স। চলতি জানুয়ারির শেষ দিকে তার স্ক্যান করা হবে। সেই স্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত বিশ্বকাপ দলে তার থাকা না থাকার সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সের পাশাপাশি জশ হ্যাজেলউড ও টিম ডেভিড—তিনজনই বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তাঁর ভাষায়, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং আমরা আশাবাদী যে বিশ্বকাপের আগেই তারা পুরোপুরি ফিট হয়ে উঠবেন।’
বক্সিং ডেতে বিগ ব্যাশ লিগে খেলার সময় গ্রেড টু হ্যামস্ট্রিং চোটে পড়েন টিম ডেভিড। অন্যদিকে, হ্যাজেলউড হ্যামস্ট্রিং ইনজুরির পর অ্যাকিলিসে ব্যথায় ভুগে পুরো অ্যাশেজ সিরিজই মিস করেন।
বেইলি বলেন, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ধারাবাহিক সাফল্য পেয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই শ্রীলঙ্কা ও ভারতের ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ স্কোয়াড নির্বাচন করা হয়েছে।
চোট থেকে পুরোপুরি না সেরে উঠলে এই তিন ক্রিকেটারকে প্রাথমিক স্কোয়াডে রাখা হতো না বলেও ইঙ্গিত দিয়েছে দল ব্যবস্থাপনা। পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনক হওয়ায় বিশ্বকাপে তাদের খেলার বিষয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া শিবির।
স্কোয়াড প্রসঙ্গে বেইলি আরও বলেন, ‘এটি একটি প্রাথমিক দল। সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার আগে প্রয়োজনে দলে পরিবর্তন আনা হতে পারে।’
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্পিননির্ভর দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’-এর ম্যাচগুলো তারা খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে।
দলের অধিনায়কত্বে থাকছেন মিচেল মার্শ। ভারতের বিপক্ষে গ্রীষ্মকালীন টি–টোয়েন্টি সিরিজ মিস করা ক্যামেরন গ্রিন ও কুপার কনোলি ফিরেছেন স্কোয়াডে। একমাত্র উইকেটকিপার হিসেবে দলে আছেন জশ ইংলিস। মিচেল ওয়েন ও বেন দ্বারশুইস জায়গা পাননি।
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য আলাদা করে স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।