
চলতি এশিয়া কাপে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। মাত্র প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাঠে নামলে তার সামনে থাকবে নতুন করে ১১টি রেকর্ড গড়ার সুযোগ।
চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০৪.৬৩ স্ট্রাইকরেটে ৩০৯ রান করেছেন অভিষেক। আর মাত্র ১১ রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন বিরাট কোহলির ২০১৪ সালের ৩১৯ রানের রেকর্ডকে, যা ভারতের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ। পাশাপাশি, ফিল সল্টের করা ৩৩১ রানের রেকর্ডও রয়েছে নাগালের মধ্যে। এই রেকর্ডটি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের।
এছাড়া, টানা ৭টি ম্যাচে ৩০ বা তার বেশি রান করে তিনি যৌথভাবে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে। আজও ৩০+ ইনিংস খেললে গড়বেন একক বিশ্বরেকর্ড। ইতোমধ্যে টুর্নামেন্টে তিনটি ফিফটি করা অভিষেকের সামনে রয়েছে সর্বোচ্চ ধারাবাহিক ফিফটির রেকর্ড গড়ার সুযোগ।
বাউন্ডারি হাকাতেও পিছিয়ে নেই তিনি। ৫০টি বাউন্ডারির মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন অনেককেই। ৬৫ বাউন্ডারির রেকর্ড ভাঙতে হলে লাগবে আরও ১৬টি চার।
এশিয়া কাপে ভারতের হয়ে (ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে) এক আসরে সর্বোচ্চ ৩৭২ রান ছিল সুরেশ রায়নার। ৬৪ রান করলেই অভিষেক তারও রেকর্ড ভেঙে ফেলবেন। পাশাপাশি, সনৎ জয়সুরিয়ার ৩৭৮ রানের রেকর্ডও আজ হাতছানি দিচ্ছে।
সব মিলিয়ে আজ রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া মহারণে নজর থাকবে ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়েও বেশি অভিষেক শর্মার দিকে। এক ইনিংসেই পাল্টে যেতে পারে অনেক ইতিহাস।