
ফর্মুলা ওয়ানে চালকদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ব্রিটেনের লান্ডো নরিস। রোববার (৭ ডিসেম্বর) আবুধাবিতে ম্যাক্স ভেরস্টাপেনের চার বছরের রাজত্বের অবসান ঘটিয়ে সেরা হন নরিস। আবুধাবিতে গ্রাঁ প্রিঁ জিততে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
আবুধাবিতে গ্রাঁ প্রিঁ জিতেছিলেন ডাচ ড্রাইভার ভেরস্টাপেন। দ্বিতীয় স্থানে থাকা অস্কার পিয়াস্ত্রিকে ১২.৫ সেকেন্ড ব্যবধানে হারিয়ে গ্রাঁ প্রিঁ জিতেছিলেন তিনি। তৃতীয় স্থানে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন খেলাটা নিশ্চিত করতে হয় লান্ডো নরিস।
তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েই বাজিমাত করলেন নরিস। তৃতীয় হয়ে ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ তালিকায় ভেরস্টাপেনকে ২ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে ওঠেন নরিস। তৃতীয় পিয়াস্ত্রির সঙ্গে তার ব্যবধান ১৩ পয়েন্টের।
সর্বশেষ চারবারই বিশ্ব চ্যাম্পিয়নের এই খেতাব জিতেছেন ভেরস্টাপেন। নরিস এবার জেতায় ১৪৫৭ দিনের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে ব্যর্থ হলেন ভেরস্টাপেন। এর মধ্য দিয়ে ২০০৮ সালের পর ম্যাকলারেনের প্রথম চালক হিসেবেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন নরিস।
‘ড্রাইভার্স ও কনস্ট্রাক্টর্স’ ক্যাটাগরিতে ১৯৯৮ সালের পর এটাই প্রথম ‘ডাবল’ ট্রফি ম্যাকলারেনের। ২০২০ সালে লুইস হ্যামিল্টনের পর ফর্মুলা ওয়ানে ব্রিটেনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নও এখন ২৬ বছর বয়সী নরিস।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর অশ্রুসিক্ত চোখে নরিস বলেন, ‘অনেক দিন কাঁদিনি। কাঁদব যে তা ভাবিনি তবে সেটাই করেছি। মা, বাবা এবং শুরু থেকে যারা সমর্থন দিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ। ম্যাক্সের কেমন লাগছে সেটা একটু একটু বুঝতে পারছি। ম্যাক্স এবং অস্কারকেও অভিনন্দন।’