
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এখন প্রেক্ষাগৃহেও! বছরের প্রথম দিনে মুক্তি পাওয়া এই সিরিজের চূড়ান্ত সিজনের অন্তিম পর্বটি দেখতে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। মূলত, এক বিশেষ প্রদর্শনীর মাধ্যমে সিরিজটির আয় হয়েছে ব্যাপক।
হল মালিকদের দাবির ওপর ভিত্ত করে বিনোদনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’ জানিয়েছে, প্রেক্ষাগৃহগুলোতে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে মাত্র কয়েক দিনেই প্রায় ২৫ থেকে ২৮ মিলিয়ন ডলার আয় করেছে। তবে এই আয়ের সঠিক হিসাব বের করা কিছুটা জটিল; কারণ সাধারণ টিকিট বিক্রির মাধ্যমে এই সিনেমার আয় নির্ধারণ হয়নি। দর্শকেরা সাধারণত বিভিন্ন খাবার-পানীয় কিনে ভাউচার সংগ্রহের মাধ্যমে সিরিজটি প্রেক্ষাগৃহে দেখতে পেয়েছেন। ফলে প্রেক্ষাগৃহভেদে বিভিন্ন দামে বিক্রি হয়েছে ভাউচার।
সম্প্রতি সিরিজটির নির্মাতা ডাফার ব্রাদার্স জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে প্রদর্শনীর জন্য ইতোমধ্যে প্রায় ১১ লাখ ভাউচার বিক্রি হয়েছে। এর মধ্যে এএমসি থিয়েটার একাই ১৫ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ খাবার ও পানীয়র ক্রেডিট কিনেছিলেন। এই চেইন শপটির দখলে ছিল মোট থিয়েটার সংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি।