
ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ ‘চুরি করার জন্য’ দেশটির সরকার উৎখাত করে একটি পুতিল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে এমনটাই বলেছেন ক্যারিবীয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
তিনি বলেন, ‘ভেনিজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য একটি সাম্রাজ্যবাদী পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল সরকার প্রতিষ্ঠা করা যায় এবং আমাদের বিশ্বের বৃহত্তম তেলের মজুদ, বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাস মজুদ এবং প্রথম সোনার মজুদ চুরি করা যায়।’
মাদুরো আরও বলেন, এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন কেন্দ্রীভূত করেছে এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব শুল্ক সংস্থা এবং মার্কিন মাদক প্রয়োগকারী প্রশাসন (DEA) ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিরুদ্ধে (মাদক পাচারের) অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আমার এবং ভেনেজুয়েলা সম্পর্কে যে মিথ্যা কথা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রেও কেউ তা বিশ্বাস করে না। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং ভেনেজুয়েলা স্বাধীন, মুক্ত এবং শান্তিপূর্ণ দেশ হিসেবেই থাকবে।
মাদুরো আরও বলেন, জাতীয় বলিভারিয়ান সশস্ত্র বাহিনী ভেনেজুয়েলার আঞ্চলিক জলসীমায় তিন দিনের মহড়া ‘ক্যারিবিয়ান সার্বভৌমত্ব ২০০’ শুরু করেছে। ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকার জনগণের শান্তির অধিকার রয়েছে। আরও তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা উচিত নয়। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র, একটি সুসংগঠিত সরকার এবং সেই সঙ্গে একটি দৃঢ়প্রতিজ্ঞ জনগণ রয়েছে, যা যে কোনো পরিস্থিতিতে বিজয় নিশ্চিত করবে।
যুক্তরাষ্ট্রের হুমকি
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি বারবার বলেছেন, দেশটি গত ১০০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি হচ্ছে।
রয়টার্সের মতে, গত ১৯ আগস্ট তিনটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারকে দক্ষিণ ক্যারিবিয়ানে, ভেনেজুয়েলার উপকূলে ‘মাদক কার্টেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য’ পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি পারমাণবিক সাবমেরিন, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার, উভচর জাহাজ এবং ৪ হাজার ৫০০ সামরিক কর্মীও মোতায়েন করেছে।
১৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মাদক চক্রের তিন সদস্যকে আন্তর্জাতিক জলসীমায় হত্যা করা হয়েছে। ২ সেপ্টেম্বর,ওয়াশিংটন প্রশাসনের প্রধান বলেন, আমেরিকান সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি অভিযানের সময় ভেনেজুয়েলার মাদক চক্রের ১১ সদস্যকে হত্যা করেছে।
ট্রাম্পের মতে, ভেনেজুয়েলা মাদক পাচার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। তাছাড়া ওয়াশিংটন মাদুরোকে ড্রাগ কার্টেলের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে।