
এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার ওপর ভর করে সুপার ফোরে খেলার সুযোগ পায় টাইগাররা। সুপার ফোরে সেই লঙ্কানদের বিপক্ষেই একমাত্র জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনধিরা।
লিটন দাসের চোটের কারণে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। তিনি স্বীকার করেছেন এশিয়া কাপে প্রত্যাশ অনুযায়ী খেলতে পারেননি তারা। তাই প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের আগে বুধবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন জাকের আলী। এ সময় তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’
এশিয়া কাপে ব্যর্থতার কারণে সমর্থকদের কাছে ক্ষমা চান জাকের। তিনি বলেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি। এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’