
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ঢাকা টেস্টটি মুশফিকুর রহিমের সাদা পোশাকের শততম ম্যাচ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার কৃর্তি গড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘ ক্যারিয়ারের বেশ শৃঙ্খল ছিলেন তিনি। মুশফিক জানিয়েছেন, প্রফেশনালিজমের প্রশ্নে তার কাছে কোনো ছাড় নেই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। ১০০ টেস্ট খেলা নিঃসন্দেহে গর্বের জানিয়ে তিনি বলেন, ‘যে কোনো ক্রিকেটারের জন্যই ১০০ টেস্ট খেলা নিঃসন্দেহে গর্বের। একজন বাংলাদেশি হিসেবে সে ব্যক্তিটা আমি হতে পেরেছি, এটা ভালো লাগছে। আমার ওপর দায়িত্বও বেশি। আশা করবো, আর যে কয়টা ম্যাচ খেলতে পারি, তার যেন (অভিজ্ঞতার) প্রতিফলন থাকে মাঠে। আমি চলে যাওয়ার পরও যেন দু-একজন রেখে যেতে পারি, যেন গ্যাপটা পূর্ণ হয়।’
মুশফিক বলেন, ‘আমি একজন বোরিং পারসন। যতদিন খেলেছি, যতদিন খেলবো, প্র্যাকটিসে একই কাজ করেছি, করে যাবো। এছাড়া আমার করার কিছু নেই। আমি সফল হলাম নাকি বিফল, সেটা তো আমার হাতে নেই। আমার যা করার, আমি শুধু তাই করে যেতে পারি। সঙ্গে সততা-নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে চাই। আর একটা কথা, প্রফেশনালিজমে আমার কাছে কোনো ছাড় নেই।’
আর কতদিন টেস্ট খেলা চালিয়ে যাবেন? এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘টেস্টে ফিটনেস খুব জরুরি। সে জায়গা থেকে আমি ফিট আছি বলতে পারি। তারপরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। এরপর যতদিন টিম ম্যানেজমেন্ট চাইবে বা আমি মনে করবো আরও কিছু দিতে পারি, ততদিন খেলা চালিয়ে যাবো।’
নিজের শততম টেস্ট সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন মুশফিক। এতে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হওয়ার আগে ২১৪ বলে ১০৬ রান করেন মুশফিক।