
আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসর। যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ৬ ফেব্রুয়ারি হারারের ঐতিহ্যবাহী হারারে স্পোর্টস ক্লাবে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বয়সভিত্তিক এই বিশ্ব আসরের। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৬টি দেশ। ২৩ দিনে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল।
বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এক কথায় কঠিন এক গ্রুপে পড়েছে আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জানুয়ারি। ভারতের বিপক্ষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। একই ভেন্যুতে ২০ জানুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তরুণ টাইগাররা।
প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনালের দল। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৩ ও ৪ ফেব্রুয়ারি। বিশ্বকাপ শুরুর আগে ৯ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রতিটি দলকে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে আইসিসি। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত-যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে-স্কটল্যান্ড ও তানজানিয়া-ওয়েস্ট ইন্ডিজ।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই ইতিহাস পুনরুদ্ধারের মিশন নিয়েই মাঠে নামছে এবারের দল। ২০২৪ সালের দক্ষিণ আফ্রিকা আসরে শীর্ষ দশের একটি ছিল বাংলাদেশ। তাই নতুন করে বাছাইপর্ব খেলতে হয়নি তাদের।
স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়াও সরাসরি অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আঞ্চলিক বাছাই থেকে সুযোগ পেয়েছে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, তানজানিয়া, জাপান ও স্কটল্যান্ড। এবারের আসরে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবে তানজানিয়া। আর জাপান ফিরছে ২০২০ সালের পর।