
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনাল কেবল মাঠের খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি—ম্যাচ শেষেই ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনার নতুন পর্ব।
রবিবার অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারালেও ম্যাচ শেষে দেখা গেছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও প্রতীকী কর্মকাণ্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ম্যাচের জয়কে তুলনা করেছেন সাম্প্রতিক সামরিক অভিযানের সঙ্গে—‘অপারেশন সিঁদুর’, যা ছিল মে মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটক হত্যার জবাবে ভারতের সামরিক প্রতিক্রিয়া। দিল্লি ওই হামলার জন্য দায়ী করেছিল ইসলামাবাদকে।
এই মন্তব্যের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি বলেন, “ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে আনা অনুচিত। খেলাধুলা হোক শান্তির মাধ্যম, সংঘাতের নয়।”
ফাইনালের পরে দুই দেশের ক্রিকেটাররাও যেন মানবিক সহায়তার ক্ষেত্রেও একধরনের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “এই টুর্নামেন্টের ম্যাচ ফি আমি ভারতের সশস্ত্র বাহিনী এবং পেহেলগাম হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উৎসর্গ করছি। আপনারা সবসময় আমার ভাবনায় আছেন।”
এর কয়েক ঘণ্টার ব্যবধানে পিসিবিও ঘোষণা দেয়, পাকিস্তান ক্রিকেট দল তাদের ম্যাচ ফি ৭ মে সংঘর্ষে নিহত পাকিস্তানি বেসামরিক নাগরিকদের স্মরণে উৎসর্গ করেছে।
পিসিবির বিবৃতি: “এই ম্যাচ ফি উৎসর্গ করা হলো সেই সব নিরীহ মানুষদের, বিশেষ করে শিশুদের, যারা গত মে মাসে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। আমরা তাদের পরিবারের পাশে আছি।”