
পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। এরপর ব্রিসবেন টেস্টে খেলা হয়নি এই ইংলিশ পেসারের। এবার অ্যাশেজের বাকি তিন টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি।
উডের বদলি হিসেবে ২৮ বছর বয়সী পেসার ম্যাথু ফিশারকে দলে নিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। ২০২২ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে ১ উইকেট পান ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার পেসার ফিশার।
উডের ছিটকে পড়া নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিবৃতিতে বলা হয়, ‘উড চলতি সপ্তাহের শেষ দিকে দেশে ফিরবেন এবং পুনর্বাসন ও সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে ইসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কাজ করবেন।’
অ্যাশেজ থেকে ছিটকে পড়ায় বেশ মর্মাহত উড। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক পোস্টে লেখেন, ‘অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে পড়ায় খুবই মর্মাহত হয়েছি। অস্ত্রোপচার, সাত মাসের কঠোর পরিশ্রম এবং পুনর্বাসনের পরেও আমার হাঁটু টিকলো না। আমরা কেউই এটা আশা করিনি। অনেক প্রত্যাশা নিয়ে এখানে (অস্ট্রেলিয়া) এসেছিলাম। ইঞ্জেকশন ও চিকিৎসার পরও এটা পরিষ্কার যে যতটা শঙ্কা, আমার হাঁটুর সমস্যা তার চেয়েও জটিল। আমি খুবই হতাশ।’
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। পাঁচ টেস্টের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।