
ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। যার অভিনয়ে মুগ্ধ ছিলেন সব বয়সি ও শ্রেণির দর্শক। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান তিনি।
তবে পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের হঠাৎই গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন পপি।
আড়াল ভাঙার পর জানা যায়, তিনি বিয়ে করে পুরোদস্তুর সংসারী ও এক পুত্রসন্তানের মা। কিন্তু পারিবারিক বিরোধের জেরে তখন প্রকাশ্যে এলেও তারপর আবার আড়ালে চলে যান। নতুন খবর হলো সিনেমায় আবার ফিরবেন এই নায়িকা।
দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে পপি জানিয়েছেন, তিনি আবার সিনেমায় ফিরবেন। তবে কবে, তা শিগগিরই জানাবেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রে কীভাবে ফিরবেন, সে বিষয়ে জানতে চাইলে পপি বলেন, ‘অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব।’
কীভাবে ফিরবেন সে প্রশ্নে পপি বলেন ‘আমি সিনেমা প্রযোজনা করব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’
পপি জানান, অভিনয়ের পাশাপাশি একটা সময়ে এসে তিনি ছবি প্রযোজনাও করেছিলেন। পপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেন মনোয়ার খোকন। এই ছবির প্রযোজনা করতে সেই সময়ে ২০ লাখ লোকসান গুনেছিলেন।
অভিনেত্রীর মতে, টিমের অসহযোগিতার কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, এখন প্রযোজনা করলে ভালো করব। তাই এমন সিদ্ধান্ত নেওয়া। আর অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার দিকে আমার আগ্রহটা ছিল বেশি। “কিডন্যাপ” ছাড়া “জীবন মানেই যুদ্ধ”সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি। তাই সিনেমায় ফিরব যখন, প্রযোজক হয়েই ফেরার ইচ্ছা।’
পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরেই পপির সিনেমাযাত্রা শুরু। প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’। এতে তার নায়ক ছিলেন শাকিল খান। তবে এই ছবিতে প্রথম অভিনয় করলেও পপিকে মানুষ চেনে ‘কুলি’ সিনেমা দিয়ে। তার নায়ক ছিলেন ওমর সানী, পরিচালক মনতাজুর রহমান আকবর।