
‘পিছে তো দেখো, পিছে দেখো’-এই এক সংলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আহমেদ শাহ এ তথ্য নিশ্চিত করেছে।
ক্ষুদে তারকা আহমাদ ভাই হারানোর বিষয়টি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে জানায়। সে এক পোস্টে লিখেছে, ‘সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, ‘আমাদের পরিবারের ছোট্ট নক্ষত্র উমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা তাকে স্মরণ করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় রাখবেন।’
আহমাদ শাহর ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তাদের পুরো পরিবার। তার ছোট ভাই উমর শাহ ও আবু বকরও পরে তার সঙ্গে যোগ দেয় এবং তারা একসঙ্গে ভক্তমহলে জনপ্রিয় হয়ে উঠেছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম সিয়াসাতের প্রতিবেদন থেকে জানা গেছে, উমর শাহর মৃত্যু পরিবারটির জন্য দ্বিতীয় ক্ষতি। গত বছরই আহমাদের বোন আয়েশাও মারা যান। পরিবারটি এখনো সেই শোক কাটিয়ে উঠার আগেই আরেক সদস্য উমর শাহ মারা গেল।
জানা গেছে, উমর শাহ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে বমি করেছিল এবং তা ফুসফুসে প্রবেশ করে।
প্রসঙ্গত, আহমাদ শাহ সুন্দর আচরণের মাধ্যমে বিশ্বজুড়ে মিম সেনসেশন হয়ে উঠেছিল। পরবর্তী সময় ‘এআরওয়াই ডিজিটাল শো’ এবং ‘জিতো পাকিস্তান’-এ অভিনয় করে।
উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত এবং অন্য তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেন।