
পার্থে অনুষ্ঠিত প্রথম অ্যাশেজ টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়। তখন পার্থের উইকেট নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তবে আইসিসি এই ম্যাচের পিচকে দিয়েছে সর্বোচ্চ রেটিং।
ম্যাচ রেফারির রিপোর্টে বলা হয়েছে, পিচটা ছিল বেশ ভালো। বল ঠিকভাবে আসছিল, বেশি নড়াচড়া করছিল না, আর বাউন্সও ছিল ঠিকঠাক। তাই ব্যাটসম্যান আর বোলার, দুই পক্ষের জন্যই খেলাটা ন্যায্য এবং রোমাঞ্চকর হয়েছে।
দুই দিনের এই টেস্টে ইংল্যান্ডকে আট উইকেটে হারায় অস্ট্রেলিয়া। প্রথম দিনে ১৯ উইকেট পড়লেও দ্বিতীয় দিনে সফরকারীরা ১০০ রানেরও বেশি লিড নিয়ে এগিয়ে ছিল। কিন্তু মিডল অর্ডারের দ্রুত ভাঙন তাদের ইনিংসকে ৩৫ ওভারের মধ্যেই থামিয়ে দেয়। এরপর ট্র্যাভিস হেড ৮৩ বলে ঝড়ো ১২৩ রান করে অস্ট্রেলিয়াকে স্বস্তির জয়ে পৌঁছে দেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধান জেমস অলসপ বলেন, ‘ম্যাচ রেফারির রেটিং প্রমাণ করে পিচ ছিল ব্যাট-বলের ন্যায্য ভারসাম্য বজায় রাখা। দুর্দান্ত পেস বোলিংয়ের কারণেই ম্যাচ দ্রুত শেষ হয়েছে।’
তৃতীয়-চতুর্থ দিনের টিকিটধারীরা হতাশ হলেও অলসপ মনে করেন, তীব্র প্রতিযোগিতা দর্শকদের মুগ্ধ করেছে এবং তরুণদের খেলায় অনুপ্রাণিত করবে। ক্রিকেটপ্রেমীরা আগামী বৃহস্পতিবার গাব্বা স্টেডিয়ামে ডে-নাইট টেস্ট খেলা দেখার জন্য মুখিয়ে আছে।