
এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ওপেনার ফখর জামানের উইকেট হারিয়েছে পাকিস্তান। তবে তার ক্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই পাক ওপেনার শাহিবজাদ ফারহান ও ফখর জামান।
ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর। ভারতের উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তার গ্লাভসে বন্দি হওয়ার আগে মাটিতে পড়েছে, তা নিশ্চিত নয়।
বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও আউট দেননি। সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনেফিট অব ডাউট ব্যাটার ফখরের দিকেই যাওয়ার কথা। কিন্তু নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে।
এই নিয়ে মাঠে ক্ষোভ প্রকাশ করেন ফখর। ৯ বলে ১৫ রান করে হতাশ হয়ে সাজঘরে ফিরে যান এই পাক ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।