
অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হওয়ার পরও আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশে পাকিস্তানের এ বিমান হামলা চালানো হয়। ঘটনার পর আফগান তালেবান বাহিনী পাকিস্তানের ভেতরে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।
খামা প্রেস-এর প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর বিষয়ে একমত হওয়ার ঘোষণা দেওয়ার কিছু পরই পাকিস্তানি বাহিনী হামলা চালায়। এর ফলে দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তালেবান নিয়ন্ত্রিত জাতীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, পাকতিকার উরগন ও বারমাল জেলায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
পাকতিকা কমান্ডিং সেন্টার খামা প্রেস-কে জানায়, বিনা উসকানিতে পাকিস্তানের এ হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। রয়টার্স-এর বরাতে জানা গেছে, শুক্রবার পাকিস্তানি প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে, আর শনিবার সেখানে পৌঁছাবে আফগান প্রতিনিধিদল। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দোহায় পরিকল্পিত এই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।
সূত্র: খামা প্রেস, রয়টার্স