
পাকিস্তানের ডেরা ইসমাইল খাঁ জেলার দারাবান এলাকায় একটি গোয়েন্দা অভিযানে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ১৩ জন জঙ্গি নিহত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়েছিল, যেখানে সন্দেহ করা হয়েছিল যে দারাবান এলাকায় টিটিপি জঙ্গিরা অবস্থান করছে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে ১৩ জন জঙ্গি নিহত হয়।
কর্মকর্তারা জানান, নিহত জঙ্গিরা জেলার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল, যার মধ্যে ডিসেম্বর ২০২৩ সালে দারাবানে সংঘটিত আত্মঘাতী বোমা হামলাও রয়েছে। এছাড়াও, তারা সরকারি কর্মকর্তা ও এলাকাবাসীর ওপর অপহরণ ও টার্গেট কিলিং-এর মতো অপরাধেও জড়িত ছিল।
তাদের এই কার্যকলাপকে ভারত সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা পাকিস্তানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। অভিযানে নিরাপত্তা বাহিনী বড় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
এই সফল অভিযানের পর এলাকার বাকি জঙ্গিদের চিহ্নিত ও নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী একটি সতর্কীকরণ অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী আবারও জোর দিয়ে জানিয়েছে যে দেশের সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: দ্য খামা প্রেস নিউজ এজেন্সি