
সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। সমতায় থেকে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলার মেয়েরা। সফরকারীদের কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এতে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারলো লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সাদিয়া আক্তার ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৭ রান।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওপেনার সুমাইয়া আক্তার ও হাবিবা ইসলামের কাছ থেকে। তার দুজনেই ৯ রান করেছেন।

মাত্র ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৬ রানেই ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার কোমল খানের ২৫, আকসা হাবিবের ২১ ও ফিজ্জা ফিয়াজের অপরাজিত ২১ রানের ইনিংস ভর করে জয়ের ভীত পায় পাকিস্তান।
শেষ পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানের মেয়েরা। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের বারিরা সাইফ।