
হার দিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলার মেয়েরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সফরকারীদের ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে লাল-সবুজের দল।
কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ৭ রানেই তাদের উদ্বোধনী জুটি ভাঙেন অতশী মজুমদার। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান করেন ৩১ বলে ১৫ রান। কোমাল খান করেন ৪২ বলে ২৮ রান। জুফিশান আয়াজ করেন ২৭ বলে ১৭ রান।
এরপর হাবিবার বোলিং তোপে আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ ৮০ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে হাবিবা একাই নেন চারটি উইকেট।
৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তবে ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা একপ্রান্ত আগলে ধরে দলকে লড়াইয়ে রাখেন। মিডল অর্ডারে ফারজানা ইসলাম মেধা তাকে কিছুটা সঙ্গ দেন। ৩৮ বলে ৩২ রান করেন সুমাইয়া আক্তার।
১৬ থেকে ১৮ ওভারের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে যায়। তবে শেষ দুই ওভারে যখন ১১ রানের প্রয়োজন, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন সাদিয়া আক্তার। ১০ বলে অপরাজিত ১৩ রানের ইনিংস খেলার পথে ১৯তম ওভারেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। পাকিস্তানের পক্ষে মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার ২টি করে উইকেট নেন।