
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১০নভেম্বর) বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল লেস্টার সিটির এই মিডফিল্ডার। পাঁচ ঘণ্টা দেরিতে বিকাল ৫টার দিকে ঢাকায় পা রাখেন তিনি।
বাফুফে সূত্রে জানা যায়, ফেডারেশন থেকে একটি টিকিট দেওয়া হয়েছিল হামজাকে। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে সেই ফ্লাইট ধরতে পারেননি লেস্টার সিটির এই ফুটবলার। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরে ঢাকায় এসেছেন। যার কারণে পাঁচ ঘণ্টা দেরি হয়েছে।
আজ জাতীয় ফুটবল দলের কোনো অনুশীলন সেশন ছিল না। ঢাকায় এসে বিশ্রামে থাকবেন হামজা।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসেছেন তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় আসার কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের।
এ দিকে দুপুর ২টা থেকে অনলাইনে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।