
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে পরাজয় স্বীকার করে নেওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো তার বক্তব্যে বিজয়ী জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন, ‘আধুনিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার’ অর্থাৎ ২০ লাখ মানুষ পৌর নির্বাচনে ভোট দিয়েছেন এবং ‘৪২% মানুষ আমাদেকে ভোট দিয়েছেন।’
কুওমো দাবি করেন, স্বাধীন প্রার্থী হিসেবে তার প্রাপ্ত এই ভোট আধুনিক রেকর্ড সৃষ্টি করেছে, যা তার বাবা মারিও কুওমো কর্তৃক ১৯৭৭ সালে এড কচ-এর বিরুদ্ধে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করে পাওয়া ভোটের চেয়ে সামান্য বেশি।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি তার অবস্থান স্পষ্ট করে বলেন, ‘আমরা আইনের একটি জাতি, এবং আমরা আইন ও শৃঙ্খলাতে বিশ্বাস করি। আর সমাজের সুরক্ষার জন্য আমাদের পুলিশের প্রয়োজন। আমরা এনওয়াইপিডি-কে শত্রুতে পরিণত করব না।’
তার প্রতিদ্বন্দ্বীকে যারা দুয়ো দিচ্ছিল, কুওমো তাদের তিরস্কার করেন এবং মামদানিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ রাতটি ছিল তাদের রাত। এবং তারা যখন সরকারে রূপান্তর শুরু করবে, আমরা সবাই যেকোনো উপায়ে সহায়তা করব, কারণ আমাদের নিউ ইয়র্ক সিটি সরকারকে কাজ করতে হবে। আমরা চেয়েছিলাম এটি সকল নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করুক, কারণ আমাদের এই শহর বিশ্বের সেরা শহর।’
সূত্র: রয়টার্স