
২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য মার্কিন তিন বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তারা হলেন- জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস।
১৯০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১৯ বার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। সম্মানজনক এ পুরস্কার পেয়েছেন মোট ২৩০ জন।
নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, জন বার্ডিন একমাত্র ব্যক্তি, যিনি পদার্থবিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৫৬ এবং ১৯৭২ সালে এ পুরস্কারে ভূষিত হন।
ট্রানজিস্টর আবিষ্কারের জন্য তিনি উইলিয়াম ব্র্যাডফোর্ড ও ওয়াল্টার হাউজার ব্র্যাটেইনের সঙ্গে যৌথভাবে ১৯৫৬ সালে জন বারডিন এ সম্মাননা অর্জন করেন। পরবর্তীতে অপরিবাহিতার তত্ত্ব আবিষ্কারের জন্য দ্বিতীয় বারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন লিয়ান নেইল কুপার এবং জন রবার্ট শ্রিফারের সঙ্গে নোবেল পুরস্কার প্রাপ্ত হন।
আগামীকাল ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।