
ফ্রান্সে কয়েক দশকের সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকটের মধ্যে বিরোধী দলের পদত্যাগের আহ্বানে সাড়া দিচ্ছেন না প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১৩ অক্টোবর) তিনি বলেছেন, দেশে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবেন।
সম্প্রতি বার বার সরকার ভেঙে পড়ার প্রেক্ষাপটে ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘কখনো ভুলে যাবেন না যে, ফরাসি জনগণের দেওয়া ম্যান্ডেট হলো সেবা করা, সেবা করা ও সেবা করা – ফরাসি জনগণের প্রতিদিনের প্রশ্নের উত্তর দেওয়া এবং দেশের স্বাধীনতার জন্য যথাসাধ্য চেষ্টা করা।’
২০২৭ সালে ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদ শেষ হবে। তিনি বলেন, ‘এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। বাকিটা সরকারের ব্যাপার… আমি স্থিতিশীলতা নিশ্চিত করতে থাকব।’
নতুন সরকার গঠন
এদিকে, কয়েকদিন আগে নিয়োগ পাওয়া ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দেশের নতুন সরকার গঠন করেছেন। সোমবার এলিসি প্রাসাদের বরাত দিয়ে BFMTV টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।
প্রাক্তন শ্রমমন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিনকে সশস্ত্র বাহিনীর মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে থাকবেন প্যারিস পুলিশ প্রধান লরেন্ট নুনেজ। তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকা জিন-নোয়েল ব্যারোট একই পদে বহাল থাকবেন।
এছাড়া রোল্যান্ড লেস্কুর এবং জেরাল্ড ডারমানিন যথাক্রমে অর্থ ও বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
তথ্যসূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর