
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার ‘সুকুক’ বা ইসলামি বন্ড ইস্যু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে সাত বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে।
এই সুকুক থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ কাজসহ হাট-বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও অকৃষি অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন খরচ ও সময় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকলের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক ইস্যু করেছে। নতুন এই সুকুকটি হবে সরকারের ৭ম সুকুক ইস্যু। এই সুকুক ইস্যুর মাধ্যমে সরকার দেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করতে চলেছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।