
নেপাল সফর শেষে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩:০০টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 0372-তে দলের ফেরার কথা ছিল।
তবে নেপালের বর্তমান পরিস্থিতির কারণে এই যাত্রা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে দলের ব্যবস্থাপনা।
পরবর্তী ফ্লাইট এবং দলের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।