
নেপালের মাউন্ট আমা ডাবলাম অভিযানের সময় ফ্রান্সের একজন পর্বতারোহী এবং দক্ষিণ কোরিয়ার আরেকজন পর্বতারোহী মারা গেছেন। এটি একটি মনোরম শৃঙ্গ, কিন্তু আরোহণ করা বেশ কঠিন।
সোমবার (২৭ অক্টোবর) নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফরাসি পর্বতারোহী হুগো লুসিও কোলোনিয়া লাজারো (৬৫) গত সপ্তাহে ৬৮১২ মিটার উঁচু শৃঙ্গ থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন।
হিমাল গৌতম বলেন, গত বুধবার তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরের দিন তিনি মারা যান।
দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী হং খি পার্ক (৬৬) গত শনিবার মাউন্ট আমা ডাবলাম আরোহণের সময় ক্যাম্প ১ এবং ক্যাম্প ২ এর মধ্যে মারা যান। পর্যটন বিভাগ তার মৃত্যুর নির্দিষ্ট বিবরণ দেয়নি।
গৌতম বলেন, ‘আমাদের বিভাগ তাদের মৃতদেহ তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করছে।’
নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত আমা ডাবলামকে খাড়া মুখের একটি চ্যালেঞ্জিং পর্বত হিসেবে বিবেচনা করা হয়। আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত স্থায়ী চলতি শরৎ মৌসুমে প্রায় ৪০০ পর্বতারোহী পাহাড়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত, যার মধ্যে একটি মাউন্ট এভারেস্ট। প্রতি বছর শত শত পর্বতারোহী সেখানে ভ্রমণ করেন।