
প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কয়েকদিন আগেই বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এমন গুঞ্জনের মধ্যেই নেটিজেনদের নজর কাড়ল অভিনেত্রীর আঙুলে থাকা একটি আংটি, যা নিয়ে উৎসাহের কমতি নেই ভক্তদের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকেই।
নেটিজেনরা মনে করছেন, এটি রাশমিকার বাগদানের আংটি। যদিও রাশমিকা-বিজয়ের আংটিবদলের আনুষ্ঠানিক স্বীকারোক্তি সামনে আসেনি।
তবে গুঞ্জন উঠেছে। এরই মধ্যে রাশমিকার হাতের আংটি নজড়ে এসেছে।
ইত্তেফাক/পিএস