
নেইমার–ভিনিসিয়ুস জুনিয়রসহ একাধিক তারকা ছিলেন না ব্রাজিল দলে। তবুও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সেলেসাওরা। ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে মারাকান স্টেডিয়ামে ম্যাচে বেশ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে ২২টি শট নিয়ে ৮টিই লক্ষ্যে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের জয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গুমারেস।
চিলির রক্ষণাত্মক ফুটবলে বেশ কিছুক্ষণ আটকে ছিল ব্রাজিল। তবে ম্যাচের ৩৮ মিনিটে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে ডেডলক ভাঙেন এস্তেভাও। ব্রাজিলের জার্সিতে এটি তার প্রথম গোল। এই তরুণ স্ট্রাইকারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৭২ মিনিটে আবারও স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসার উপলক্ষ্য এনে দেন পাকুতা। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে ড্রিবল করে লুইস হেনরিকের ক্রস থেকে হেডে বল জালে পাঠান পাকুতা।
এরপর ম্যাচের ৭৬ মিনিটে গোলের দেখা পান গুমারেস। এই গোলেও অবদান রয়েছে হেনরিকের। চিলির পাউলো দিয়াজকে দারুণ এক ড্রিবলে পরাস্ত করে নেন জোরালো শট, যা ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বল জালে ঠেলে দিয়ে গোল আদায় করেন গুমারেস।