
নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্থ মেনিসকাসে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সান্তোস ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। চোট নিয়েই সান্তোসে কঠিন একটি মৌসুম কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। শেষ দিকে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে রেলিগেশন খরা কাটিয়েছে সান্তোস।
ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগেও নেইমারের পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করেছিলেন লাসমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার।
সান্তোসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) নেইমারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
কবে নাগাদ নেইমার মাঠে ফিরতে পারেন এ বিষয়য়ে ক্লাবের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে আগামী এক মাসের মধ্যে তিনি মাঠে ফিরছেন।
আগামী এক মাস রিকভারি সময়ের মধ্যে থাকবেন নেইমার। এ বছরের শেষে সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো নতুন চুক্তির বিষয়ে চূড়ান্ত কিছু শোনা যায়নি।
বার্সেলোনা ও পিএসজির সাবেক এই সুপারস্টার গত দুই বছর যাবত ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপের দলে ফিট হয়ে ফিরে আসার আশা করছেন। এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার।