
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জারি করা দুটি প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু জেলায় বর্তমান কর্মকর্তাদের বদলি করা হয়েছে, বাকিগুলোতে নতুন নিয়োগ।
সরকারি সিদ্ধান্তে নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের ডিসি হয়েছেন। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুর, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।
একই সঙ্গে অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ডিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামূল আহসান রংপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোর, উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির মেহেরপুর, ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুর এবং মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি হয়েছেন।
ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে, জাহাঙ্গীর আলম মাদারীপুরে, দুদকের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে, খায়রুল আলম সুমন বরিশালে, তাছলিমা আক্তার বরগুনায় এবং নাজমা আশরাফী রাঙামাটিতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
পাঁচ দিন আগে নিয়োগ পাওয়া দুজন ডিসির নিয়োগও বাতিল করা হয়েছে। এর মধ্য দিয়ে এক সপ্তাহে ৫০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ হলো। নির্বাচন ঘনিয়ে আসায় এই পদগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।